শনিবার ২২ এপ্রিল ২০২৩ - ১২:৫৯
ঈদুল ফিতর উপলক্ষে হযরত ইমাম আলী (আ.)-এর উপদেশ

হাওজা / হযরত ইমাম আলী (আ.) একটি রেওয়ায়েতে ঈদুল ফিতর উপলক্ষে আল্লাহকে স্মরণ করার পরামর্শ দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি "মানলা-ইহজারুল-ফকিহ" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

হযরত ইমাম আলী (আ.) বলেছেন:

ألا وَإنَّ هذا اليَومَ يَومٌ جَعَلَهُ اللّهُ لَكُم عِيدا و جَعَلَكُم لَهُ أهلاً، فَاذكُرُوا اللّهَ يَذكُركُم وَ ادْعُوهُ يَستَجِب لَكُم

আজ সেই দিন যেদিন আল্লাহ তোমাদের জন্য ঈদ ঘোষণা করেছেন এবং তোমাদেরকে এর যোগ্য করেছেন। তাই আল্লাহকে স্মরণ কর যাতে তিনিও তোমাদেরকে স্মরণ করেন এবং তাকে ডাকতে থাকুন যাতে তিনি তোমাদের ইচ্ছা পূরণ করেন।

(মানলা-ইহজারুল-ফকিহ খ. ১, পৃ. ৫১৭)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha